তুমি ঠিক তেমন টাই যেমন টা চেয়েছিল আমার মন;
মায়া ভরা মুখের হাসি, সরল দুটি নিষ্পাপ আঁখি,
যেনো লুকায়ে রেখে ছিল মোর তরে কোন জন..।
আমার হৃদয়ের সেই গহীন কন্ঠ শুনে
কেহ যেনো গড়েছে তোমারে আপন মনে,
আমার জন্য সযতনে, ভাবিয়া নিরীক্ষণ।
তুমি একদম তেমন টাই যাহা চেয়েছিল আমার মন।
সরল সোজা হৃদয় তোমার মুখে হাসির ছটা,
কোকিলকণ্ঠী সু স্নিগ্ধা হৃদয়ের লুকানো কথা।
অপেক্ষাকৃত তৃষ্ণার্তের জন্য শীতল বারির ন্যায়
নির্ঘুম চোখের জন্য শান্তিদায়ক রাত্রির ন্যায়,
আমার হৃদয়ের সেই সুপ্ত প্রশান্তি তুমি।
আমার সেই পাঁজরের বাঁকা হাড় তুমি,,,
যার জন্য অপেক্ষা আমার বহু বছরের।
আর যেয়ো না আমায় ছেড়ে,
রেখো আমার আপন করে,
তোমার হৃদয়ের অন্তঃস্থলে ,
আমার অর্ধাংশ অর্ধাঙ্গিনী,
আমার অপরূপা শ্যামাঙ্গিণী।
আমার পরিপূরক তুমিই শুধু তুমি।