একদিন যে কথার জালে জয় করতো সবার মন
আজকে তাহার নাই কোনো দিকে কেহই আপনজন!
যার সিদ্ধান্তের ওপর থাকিতো অটল তার সারা পরিবার
আজকে কেনো ব্যাথার কান্নায় করে সেজন হাহাকার??
আপনজনের দুঃখ কষ্ট নিত যে নিজের করে,
আজকে শুধু নীরব চোখে কেনো তার অশ্রু ঝরে??
কেনো সে ব্যাক্তি আপন শক্তি দিয়ে সে ধৈর্য ধরে?
কিসের আঘাত ভিতর টা তার ভেঙে চুরমার করে?
আজ কেনো তার ইচ্ছে গুলোর দেয়না কেহই দাম?
গহীন ইচ্ছে প্রকাশ করেছে এই তার বদনাম!!
শোনো হে মানব অচিন দানব উঠবে কি জেগে তবে?
ধৈর্যের বাঁধ একদিন তার ভেঙে ছারখার হবে?
সেদিন সে আর রাখবে না হয়ত কাহারো কথার মান!
তীব্র কষ্ট বুকের ভিতরে ইচ্ছের অপমান।
যদি হে মানব ইচ্ছের মান দিতে হয় এত কষ্ট
তোমাদেরই তরে হয়ে যাবে এক শান্ত জীবন নষ্ট।
নষ্ট করেই খুশি হও যদি থাকো তবে চিরও শান্তি
আসবে নেমে জীবনে তোমাদেরও এক মহাপ্রলয়ের ক্লান্তি।।।