আমি অপেক্ষায় আছি,
কবিতার বইগুলো কবে আদমের ধর্মগ্রন্থ হবে।
আমি অপেক্ষায় আছি,
তামাম দুনিয়া কবে হয়ে উঠবে লালনের উঠোন।
আমি অপেক্ষায় আছি,
দেশ, আর দেশের মানুষ, কবে বইবে একই মানে।
আমি অপেক্ষায় আছি,
কবন্ধ প্রেতদেহে প্রাণ কবে সঞ্চার হবে যুগান্তের গানে।
আমি অপেক্ষায় আছি,
অযুত মানবশৃঙ্খল কবে স্বর্গ থেকে চ্যুত করবে অমৃতের ভাঁড়।
আমি অপেক্ষায় আছি, পুবের আকাশ থেকে কখন বার্তা আসে তার।
শেষ নেই এই অপেক্ষার...