কখনো কখনো বিষন্নতা আসে
দূর দিগন্ত  আকাশ ছুয়ে ছুয়ে
সাদা মেঘ নীল আকাশ
বার বার ফিরে ফিরে আসে
তারপর, শিশির কুয়াশা ভেজা রাত
আর কাটে না।।

শীত, ঠান্ডা,  কুয়াশা' র ভীড়ে
জীবন আজ চল্লিশের পরে
আকাশের মতো এক আয়না
জীবনকে কেবল প্রশ্ন করে
আফসোস
এ জীবনে আর প্রেম আসবেনা।।