আবার কী দেখা হবে কোন একদিন
নৈরাজ্যের এই শহরে
পথে প্রান্তরে
কাঁটাবনে কিংবা শাহবাগে?
তখন হয়তো বিকেল মিলবে মিলবে
সন্ধ্যার রহস্যময় আলো ঘিরে
পাখিদের কিচিরমিচির শব্দে
আমার তোমার চায়ের তৃষ্ণা জাগবে?
রং চটা চায়ের চুমুকে চুমুকে
মিলবে কী সেই স্বাধ?
যা ফেলে এসেছি অন্ধকারে একশো বছর আগে?
কতো বেলা কতো অবেলায়
দুহাতে বিলিয়েছি যে ভালোবাসা
আজ প্রাণও যে চায়
ফাগুনের বিকেলে
আমরন ভালোবাসায়
হৃব্দ হতে হায়।।
সময় আর অসময়ের
এই দিন কী ফুরাবেনা আর
হবে না কী দেখা আর
পরম সেই মমতার।।