এই ম্যাটিকুলাস ডিজাইনের
নৈরাজ্যের শহর ছেড়ে
হয়তো একদিন
চলে যাবো দূর প্রান্তরে।।
নীল সেই আকাশ
আর মিষ্টি হিমেল হাওয়া
কতোদিন হয়না দেখা
কমলা রঙ্গের রোদে মাখা
অবচেতনে
গহীন সেই চাওয়া।
স্বাধীনতা যেখানে আজ
পুরুষের দুষ্ট কনুই আর
বখাটের উদ্দাম মোটরসাইকেল
আর কি হে
মিলবে বেলা
তোমার আমার উষ্ণ সেই বিকেল।
হতাশার রং নিয়ে যে সন্ধ্যা এলো নেমে
বসন্তের হিমেল হাওয়ায়
এ কালো অন্ধকার
মিলবে কী আর
শত তারার অমানিশার।।
যে রুপের মোহে
হৃদয় আজো দুর্নিবার
শত ব্যাথা এড়ায়ে
ভালোবাসিতেই চাই কেবল
শতবার আরও বার বার।।