কতো গোপনে
কত কিছু গোপন রয়ে যায়
কেউ তো না জানে
সময় আর অসময়ের যুদ্ধে
নিত্য অবিরামে
কখনো হয়তো পরেওনা মনে।।
তবু কী আকাশের মেঘ
কখনো হয়েছে বিলীন
নীল কী তার হারিয়েছে
রঙের মায়া !
আজও তো পলাশ ফুটে
আকাশের মেঘ উড়ে উড়ে যায়
তবে কেন বিধ্বস্ত নিলীমায়
করুন ছায়া।।