কোন এক ফাগুনের দিনে
হলুদ আলোয়
আমিও সুবাস বিলিয়ে ছিলাম।
লাল গোলাপের তাজা সুবাসে
দূর দিগন্ত  আমিও ছুয়ে দেখেছিলাম
তাই তো আমি আজো স্মৃতির পাখি
নীল আকাশ,  হলুদ রোদ আর
ফাগুন ভালোবাসা যতনে রাখি।
দখিনা বাতাসের আচমকা ধমকা
পলকে পলকে স্মৃতির ঝাপটা
আজো নির্ঘুম রাত  আর কাটেনা
জীবনের পর জীবন থাকুক
ভালোবাসা যেন কভু ফুরায় না।।
এ দ্রোহের পৃথিবী, যত যুদ্ধের দামামা
থেমে যাক আজি এই বসন্তে
ভালোবাসার হোক জয়
শান্ত হোক প্রিয় নীলিমা।।