প্যান্টের ভাজে জমে থাকা মরুভূমি'র—
বালিতে বেঁচে থাকে, মৃত পিরামিড
পিরামিডের ভেতর সমাহিত আছে—
হ্যামিলনের হাজারো হাজারো ইঁদুরছানার;
মমি কোরা বিগ্রহ।
যখন প্রায়,গবাক্ষ সজ্জার শ্যাষ অবসরের যোগাড়—
তখনি আমার রাতের অবসাদ চূর্ণ কোরে ফেলা হয়!
জাগরুক হয়ে দ্যাখি—
রাতের অবসাদে যা দ্যাখেছি;সবই ইন্দ্রীয়গ্রাহ্য।
আমার সম্মুখে—
তৃণমূলের শীতলপাটি বিছিয়ে শুয়ে থাকে—
চৈত্র মাসের ভ্যাপসা শীতনিবারক,
নিষিদ্ধ দুযত খেলার কাসিনোতে অভিযান চালায়—
অনুরঁজিত লালসা।
গাছে জল না ঢেলে;মানুষের উপর ঢালার জেরে ক্ষোভ ফুঁসেছে মৈথিলী—
দাপটে কয়েকটা গাছের উদ্ভবও হয়—
আমার বক্ষের ছাতির ওপর দিয়ে!