সৃষ্টির প্রথম মানুষ,ভুলে-না;
সোনায় বাধানো—
দশমাস দশদিন।
আর,মায়ের সুখদ পেটে ঝরা— স্যাম্পেইনের গন্ধ।
শুধু খোঁজ করে, দ্রোহ-পরিত্যক্তের গল্প প্রতিদিন।
‘উন্মাদেরা হুইটম্যানের বেদনার সহিত সাঙ্গ করে,
সাথে প্রসব করে;
লৌকিক দেবতার আরাধ্যকন্যা কাদম্বরী।’
ওদিকে,অমরেশ বড্ড ভয় পায়!
রঙ্গে-ঢঙ্গে তিমির কলেবরে—
যৌবন কাটায়।
তবুও,যায় না এজলাসে বৃদ্ধ হতে।
গদাই লশকর খালাস করে— ইসাবেলের জাহাজ।
কোচওয়ানের তপস্যা ঘিরে— অশীতি আসার!
ব্যাঙ্গের সর্দির মূলে তাইওয়ান সাহিত্যের আওয়াজ—
নির্বুদ্ধিতার দন্ড হবে ট্র্যাক কূটনীতিক শিল্পস্বার।
সাতান্ন্য ধারা পুতেঁ দেয়,একদিন কলিজার আগারে।
নতজানু হয়ে চুমু আঁকে লোকজন— বেওয়ারিশ সিগারেটের প্যাকেটে।
বিদ্রোহ হারানোর শোকে,
ওরা মাতাল বনেছে আজ।
বরঞ্চ ওদের কলঙ্কের নকশাকারই তোমরা;
নিপাতন জ্যামিতির সাজ।