প্রেমের থেকে দূরে সরে
মানুষ আস্তে আস্তে
নিজেকে কঠিন করে তোলে।
করে তোলে বাস্তববাদী।
সহজে আর ভাঙে না। গলে না। কাঁদে না।
কিন্তু সে-ই আবার প্রেমে পড়লে
নরম হতে থাকে। তখন সে কাঁদে।
খুব সহজে দুঃখ পায়।
শুধু প্রেমের জন্য নয় মানুষের জন্যও।
তার মন নরম হয়ে আসে।
রাস্তার কুকুরকে ডেকে বিস্কুট খাওয়ায়।
গরীব মানুষকে দুটো টাকা বেশি দেয়।
জগতের জন্য ভালো কিছু করবে ব'লে প্রতিজ্ঞাবদ্ধ হয়।
প্রেম মানুষকে বড্ড নরম করে দেয়।
এইটেই প্রেমের প্রতিক্রিয়া।