বর্ষা শেষ হয়ে এসেছে শরৎকাল
আকাশে পেঁজা তুলোর মত মেঘের আনাগোনা
কাশ ফুলের সমারোহ
কাঁচা সোনার মত রোদ্দুর আর
ভাসিয়ে দেওয়া বৃষ্টিতে জানান দেয়
কাছেই মহালয়া
প্রতিটি বাঙালি ঘরে ভোরবেলা জেগে উঠবেন
বীরেন্দ্রকৃষ্ণ
আকাশে বাতাসে শোনা যাবে
" জাগো তুমি জাগো
জাগো দুর্গা - জাগো দশপ্রহরধারিণী
অভয়া শক্তি বলপ্রদায়িণী তুমি জাগো –-- "
গঙ্গার ঘাটে হাজারো মানুষের তর্পনে
প্রান পাবে চোদ্দো পুরুষ
প্রতিমা হবে চক্ষুষ্মান
পাড়ায় - পাড়ায় ,প্যান্ডেলে - প্যান্ডেলে
বাঁশ কাপড়ের টানাটানি
প্রতিটি গৃহস্থ বাড়ির মেয়ে বধূরা হয়ে উঠবে
উমা - সতী - দুর্গা
পুরোহিত ঠাকুর ঝালিয়ে নেবেন মন্ত্রোচ্চারণ
"জয়ং দেহি মা মহামায়ে জগতশ্চা পরাজিতে
ত্রৈলক্যস্বামিনী গঙ্গে শক্তিপাস্বার্থে নাশিনী
রূপং দেহি - জয়ং দেহি - যশো দেহি - দিশো জয়ী
মা - মাগো , তুমি সত্যি জেগে ওঠো মা
সমস্ত অসুরকূল ধ্বংস করো
দশ হাতের দশ অস্ত্র নিয়ে তুমি
গর্জে ওঠো মা
দশ মহাবিদ্যার রূপ ধারণ করে
পৃথিবীকে রক্ষা করো
নিরন্নকে অন্ন দাও
অসহায়কে দাও সহায়
প্রতিটি মানুষের মনে জাগুক
বিবেক - চেতনা - ভালোবাসা
আমাদের সকলের অঞ্জলী গ্রহণ করো মা
"ইয়া: দেবী সর্বভূতেষু মাতৃরূপেন সংস্হিতা
নমস্তসৈ - নমস্তসৈ - নমস্তসৈ - নম: নমহ:
ইয়া: দেবী সর্বভূতেষু শক্তিরূপেন সংস্থিতা
নমস্তসৈ - নমস্তসৈ - নমস্তসৈ - নম: নমহ:
ইয়া: দেবী সর্বভূতেষু শান্তিরূপেন সংস্থিতা
নমস্তসৈ - নমস্তসৈ - নমস্তসৈ - নম: নমহ:
ইয়া: দেবী সর্বভূতেষু শ্রদ্ধারূপেন সংস্থিতা
নমস্তসৈ - নমস্তসৈ - নমস্তসৈ - নম: নমহ: ।।