তোমার কাছে চাই আমি
এক আকাশ ভালোবাসা ,                                 এক মুঠো সুখ আর                                         এক বুক শপথ
তুমি কি দেবে আমাকে ?

আমার হরিণী আঁখি ,
কাজল কালো অলক আর
সর্পিনী গতি
সব তোমাকে দিলাম
তুমি নেবে কি ?

বৃষ্টিতে স্নাত হয়ে তুমি এলে আমার কাছে
আমার দুরুদুরু বক্ষ তোমায় করলো আলিঙ্গন
আমি পূর্ণতা পেলাম ।
তুমি যখন ডাক দাও
মনে হয় -- কোন ওপার থেকে ভেসে আসা  সঙ্গীতের সুর  ।

আমার হাতের কাঁকন ,
পায়ের নূপুর ,
অনামিকায় ফুটে ওঠা এক টুকরো চূণী
তোমার পরশ পাবার আশায় উন্মুখ হয়ে থাকে
তুমি তাদের গ্রহন করবে কি ?

আমার প্রেম বাতাসে মুড়ে ,
যৌবনের রঙে রাঙিয়ে ,
আবেশের নাও - য়ে ভাসিয়ে দিলাম
তুমি সময় মত তুলে নিও ।

পলাশের বনে যখন আগুন লাগে ,
কৃষ্ণচূড়া যখন মাতে নৃত্যে ,
জ‍্যোৎস্না মেখে পরীরা যখন খেলা করে
তোমায় তখন বেশী মনে পড়ে
তুমি আমায় ডাক দেবে কি ?

তোমার ডাকের অপেক্ষায়
কত রাত জেগে কাটিয়ে দিয়েছি ,
আকাশের কত তারা গুনেছি ,
শুনেছি বৃষ্টির টুপ্ -টাপ্ শব্দ
ঠিক তখনই পেয়েছি তোমার পরশ ।

তুমি কাছে এসে বসলে
তোমার দেহের সুঘ্রাণে
আমি আবিষ্ট হলাম
তোমাকে না দেওয়ার মতো আর
আমার কাছে কিছু থাকলো না
আমি তোমাকে উজাড় করে দিয়ে
নি:স্ব হলাম ।