স্বাধীনতা হে স্বাধীনতা
আমরা মানি না পরাধীনতা
পলাশীর বনে আমবাগানে
মুক্তি নিতে প্রতি ক্ষণে ক্ষণে
প্রথম সূর্য হয়েছিল ম্লান
মুক্তি পাওনি পেলে অপমান
স্বাধীনতা হে স্বাধীনতা
আমরা মানি না পরাধীনতা ।
স্বাধীনতা হে স্বাধীনতা
আমরা মানি না পরাধীনতা
সিরাজ গেল সুভাষ এল
দিল্লী চলো - দিল্লী চলো
দিল্লী চলো ডাক দিয়ে গেল
ভগৎ , ক্ষুদি , বিনয় , বাদল
কত যুবকের প্রান বয়ে গেল
স্বাধীনতা হে স্বাধীনতা
আমরা মানি না পরাধীনতা ।
স্বাধীনতা হে স্বাধীনতা
আমরা মানি না পরাধীনতা
হে ভারত তুমি নও বলহীন
ছিলে নাকো তুমি কভু উদাসীন
ইংরেজরাও ভয় পেয়েছে
পরাজিত হয়ে পিছু হটে গেছে
তুমি অম্লান হে ভারত ভূমি
আমরা তোমার চরণ চুমি
স্বাধীনতা হে স্বাধীনতা
আমরা মানি না পরাধীনতা ।