কেমন আছেন মাস্টারমশাই ?
কতদিন পরে আপনাকে দেখলাম
সেই ছোটবেলায় --
যেদিন বাবার হাত ধরে প্রথম স্কুলে এলাম
ভয়ে বুক দুর দুর করছিল
দাদা বলেছিল --
পড়া না পারলে বেত মারা হয়
মা বলেছিল --
দুষ্টুমি করলে অন্ধকার ঘরে আটকে রাখা হয়
কাকা বলেছিল --
স্কুলের হেডমাস্টার ভীষন কড়া
দেখলেই রক্ত হিম হয়ে যায়
তাঁর দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খায়
যেদিন প্রথম আপনাকে দেখলাম --
কী সৌম্যকান্তি প্রশান্ত চেহারা
আমায় কাছে টেনে কত আদর করেছিলেন
বলেছিলেন --
আপনি আমার দ্বিতীয় পিতা
তারপর কত বছর কেটে গেছে
আমি প্রাথমিক থেকে মাধ্যমিক
মাধ্যমিক থেকে স্নাতক স্তর পেরিয়ে
জীবনে প্রতিষ্ঠিত হয়েছি
আমার গাড়ি হয়েছে , বাড়ি হয়েছে
হয়েছে মোটা টাকার ব্যাঙ্ক ব্যালান্স
আমার অঙ্গুলি হেলনে
দু - হাজার কর্মী ওঠে বসে
কলমের একটি খোঁচায়
অনেক কিছু পরিবর্তন হয়ে যায়
তবুও আমি আপনার কাছে সেই
নুরু হয়ে থাকতে চাই
আজ শিক্ষক দিবস
গুরু দক্ষিনা দেবার দিন
আপনার তালি মারা জামা
উসকো খুসকো চুল
চোখের কোণে কালি দেখে বিস্মিত হয়েছিলাম
জেনেছিলাম --
মিড - ডে মিলের চাল চুরিতে বাধা দেওয়ায়
মোটা ডোনেশন নিয়ে ছাত্র ভর্তির প্রতিবাদ করায়
আপনাকে টাকা তছরূপের কেসে জড়িয়ে
স্কুল থেকে বিতাড়িত করা হয়েছে
শেষ জীবনের পেনশানটাও
আটকে দেওয়া হয়েছে
জুতোর সুকতলা ক্ষয়ে ক্ষয়ে যখন
খোলা রাস্তায় পা পড়েছে
তখন আপনার সাথে দেখা
আপনি আমাকে চিনতে পারেন নি
আপনাকে চেয়ারে বসতে বলার
স্পর্ধা দেখাতে পারি নি
আটকে যাওয়া পেনশনের কাগজ হাতে তুলে দিয়ে
যখন আপনার পা ছুঁলাম
তখন আপনার চোখের কোণ বেয়ে
নেমে এসেছিল লোনা জল
হাত দুটি মাথায় রেখে আশীর্বাদ করেছিলেন
" মানুষ হও " --
আজ আপনার - ই পাড়ার অনুষ্ঠানে আপনি দর্শক
আর আমি প্রধান অতিথি
অনেক লড়াই করে প্রমাণ করতে পেরেছি
আপনি নির্দোষ
আপনার চাকুরী জীবনের শেষ কয়েকটা বছর
ফিরিয়ে দিতে না পারলেও
ফিরিয়ে আনতে পেরেছি হৃত সম্মান
এ আমার গুরু দক্ষিনা
আজ প্রকৃত পালিত হলো শিক্ষক দিবস
আজ পিতার কাছে পুত্রের
মাথা উচ্চ করার দিন
গুরুর কাছে শিষ্যের নিজেকে
উজাড় করার দিন
ছোট বড়ো মিলে গিয়ে
এককার হবার দিন
আজ আর কেউ আপনাকে বলবে না
আপনি লোভী আপনি ঠকবাজ আপনি প্রতারক
অন্ধকারে আলো দেখানোই আপনার কাজ
আপনি হলেন --
মানুষ গড়ার কারিগর ।।