দেখা হল সেই মেয়েটির সাথে
যার মা মরেছে ঝড় জলের এক রাতে উঠোন জুড়ে জল থৈ - থৈ মাঠ - ঘাট সব এক
ঘর বন্দী লোকজন হব মা ঘরেই পড়ে থাক
রাত কেটেছে ভোর হয়েছে আকাশ পরিস্কার
তুলসীতলায় , রান্নাঘরে মা নেইকো আর
এক্ষুনি যে রাঙাবুড়ি চুপড়ি ভরে শাক
বিকোতে এসে মিষ্টি সুরে মা - কে দেবে ডাক ।
ও মেয়ে তোর চুল বাঁধতে মাকে মনে পড়ে ?
শাড়ি পরতে ঘর নিকোতে চোখের জল ঝরে ?
স্বপ্নে কি তোর মা এসে মাথায় বুলোয় হাত ?
খাবার সময় মনে কি পড়ে মায়ের রাঁধা ভাত ?
আলনা থেকে ঝুলছে সেই মায়ের রাঙা শাড়ি
সিঁদুর কৌটো , পানের ডাবর যাচ্ছে গড়াগড়ি
মায়ের হাতের মিষ্টি শাসন বড়ই চমৎকার
তোকে মেরে মুখ লুকিয়ে মা কাঁদতো বারংবার
প্রথম যখন স্বামীর সাথে করতে গেলি ঘর
মনে কি হলো মরে গিয়ে মা হয়ে গিয়েছে পর ?
ও মেয়ে তুই দেখিস যেদিন প্রথম মা হবি
মায়ের স্থান কোথায় তখন বুঝতে পারবি সবি
মা ছাড়া এই আকাশ বাতাস কেবল খাঁ - খাঁ করে
ঝড়ের রাত এলেই কেবল মা - কে মনে পড়ে ।।