রবিদাদু, রবিদাদু কেমন আছো তুমি?
সবাই বলে তোমায় পেয়ে ধন্য ভারতভূমি।
কি করছো ? কোথায় আছো? ডাকছি তোমায় আমি
একটিবার আসবে কাছে? কথাটা খুব দামী?
ইংরাজিতে রাইমস্ পড়া, অঙ্কে সুদ কষা,
ব্যাকরণে সন্ধিবিচ্ছেদ, ইতিহাস নিয়ে ঘষা,
ভাল্ লাগেনা পড়তে আমার ইচ্ছে করে আঁকতে,
মেঘের মাঝে নীল আকাশটায় ইচ্ছে করে ডাকতে।
ভোর হলেই পড়তে বসা নয়তো ইস্কুলেতে যাওয়া
কাজের চাপে হয়না তোমার মতো হওয়া।
রবিদাদু, পারো না করতে পড়াটা একটু নরম
পড়তে পড়তে মনটা খারাপ মাথাটা খুব গরম।
বিশ্ব থেকে নোবেল এনে আমাদের দিয়েছিলে
আমার বেলায় কথাটা কেমন সহজেই ভুলে গেলে
রবিদাদু, জানি আমার কথা রাখবে
এই জন্যই লিখছি তোমায় জানি আমার কথা থাকবে।।