ও বৃষ্টি তুই সৃষ্টি বল কার জন্যে ?
হোক কষ্ট ধান নষ্ট থাক তুই কন্যে ---
দিন ফরসা মেঘ ভরসা ওই তাক কুর্ কুর্ --
নাচ ঝম্ ঝম্ গাঁ থম্ থম্ সব নদী ভরপুর --
জল থৈ থৈ ডাকে চৈ চৈ মা - র হলো আগমন ---
নাও ভরো ভরো ঢেউ বড়ো বড়ো দেখে নাচে প্রান মন --
ও বৃষ্টি তুই সৃষ্টি বল কার জন্যে ?
ও বৃষ্টি
তুই সৃষ্টি
বল কার জন্যে ?
ও বরষা
নিয়ে ভরসা
আমি নাচি ধেই ধেই --
জেগে ওঠে গাছ
জালে পড়ে মাছ
মেঘ নেই নেই নেই --
সরে ধারাজল
সবে চল্ চল্ চল্
শুখা মাঠ ঘাট --
গায়ে আলোয়ান
দিয়ে পালোয়ান
শুয়ে পড়ে আছে কাঠ --
ওরে শেফালী
ওলো দেয়ালী
তুই থাম্ থাম্ থাম্ --
ফুল ফুটিয়ে
দিলি লুটিয়ে
লিখে গেলি তোর নাম --
ও বৃষ্টি
তুই সৃষ্টি
বল কার জন্যে ?