বীর বিদ্যাসাগর ,// কণিকা মণ্ডল
বীরসিংহের সিংহ শিশু ধরায় এসেছিলে
মেদিনীপুরে ভগবতী গরীব মায়ের কোলে
গোয়ালে নাকি জন্মেছে এক এঁড়ে বাছুর বড়ো
দাদাঠাকুর বলেছিল সকলকে ডেকে জড়ো
পাঠশালার পাঠ শেষ করে
পাড়ি জমালে কলকাতায় বাবার হাত ধরে ।।
মাইলষ্টোনে শিখেছিলে অক্ষর ইংরেজি
এতটাই ছিল তোমার মনোবল তেজী
অনেক কষ্ট সহ্য করে
রাত জেগে পুঁথি পড়ে
ঈশ্বর থেকে বিদ্যাসাগর
কাজের দ্বারাই হয়ে উঠলে দয়ারসাগর ।।
খর্ব দেহ , চওড়া কপাল , অদম্য এক তেজ
নস্যি নেওয়া পণ্ডিতদের ঝরিয়ে দিলে মেদ
পায়ে চটি গায়ে চাদর তেজোদৃপ্ত স্বভাব
সেই সমাজে তোমার মতো লোকের ছিল অভাব
কুলীনপ্রথায় বিয়ে হওয়া বিধবাদের দু:খ
দূর করতে সেদিন তুমি হয়েছিলে মুখ্য
তোমার জন্মদাত্রী মা ছিল দেবীর সমান
বাংলা ভাষাকে তুমিই প্রথম দিয়েছিলে মান ।।
বর্ণের পরিচয়ে লোকের বোধোদয় হলো
কথামালা ও আখ্যানে সীতা বনবাস গেল
কোন কাজই ছোট নয়
মহাপুরুষও মাঝে মাঝে কুলীর বোঝা বয়
কলকাতা থেকে কারমাটার দিয়েছিলে পাড়ি
সমাজ সংসার তোমার সাথে করেছীল আড়ি ।।
হে মহামানব , হে মহাবীর তোমায় নমস্কার
তোমার মতো কর্মবীরের আবারও দরকার ।।