চিতার আগুনে দাউ  - দাউ পুড়ছে আমার শরীর
এ পোড়া তো প্রথম নয়
লোভের আগুনে , হিংসার আগুনে ,            
রূপের আগুনে , স্বার্থপরতার আগুনে
পৃথিবীতে স্থানাভাব তাই
বাঁচার অধিকার নেই আমার
আমি নি:স্ব , কপর্দকহীন
দেহটাকেও ছেড়ে যেতে হচ্ছে আমায়
কী রেখে গেলাম ?
গুচ্ছ সম্পদ আর রাশি  রাশি সুখ                     সেও তো আমার নয়
আমি খুনি
প্রেমকে পরিণতি দিতে পারিনি
পিতা - মাতাকে করিনি সম্মান
আমি বর্বর
ঞ্জানকে দিইনি বিলিয়ে
আমি কৃপণ
চিতার ধোঁয়ার সাথে আমি
ছড়িয়ে পড়ছি চতুর্দিক
গর্ব , অহংকার , উন্নাসিকতা
সমস্ত কিছু পুড়ে তৈরি হচ্ছে
একমুঠো ছাই
তাকে তুমি জলে ভাষাও
প্রাণ পাবে না
সযত্নে রক্ষিত করো
আকার পাবেনা
বাতাসে উড়িয়ে দাও
তবু সে
ভাষা পাবে না
এখানে কেবল শূন্যের খেলা
মাঝখানে শুধু অভিনয়
চিতার আগুন জ্বলে যাচ্ছে
এ আগুন নেভেনা কোনদিন ।।