আচ্ছা, স্বপ্ন দেখতে কেমন?
কেউ জানো কী?
স্বপ্ন কি সাদা কালো-নাকি রঙিন!
স্বপ্ন কি জীবন নাকি জীবনের প্রতিচ্ছবি?
কত কিছুকেই তো এক কথায় প্রকাশ করা হয়
স্বপ্ন আসলে কোন কথাটার এক কথায় প্রকাশ?
আমরা সবাই স্বপ্ন দেখি,
তবুও স্বপ্ন দেখি না, জানি না স্বপ্ন কেমন?
আমরা সবাই স্বপ্ন বুনি,
তবুও জানি না স্বপ্নের অবয়ব!
স্বপ্ন গড়তে রোজকার এই নিত্য লড়াই আমাদের
তবু্ও ঘুমে কিংবা জাগরণে আমরা
কখনো সত্যিকারের স্বপ্নের কাঠামোটা দেখি না!
তাহলে স্বপ্ন কী?
এই হিজিবিজি কবিতাটাও কি স্বপ্ন নয়?
কিংবা ওই পাতাঝড়া ন্যাড়া গাছটা,
নাকি ওর নিচে বসে বৃথাই আড়াল খোঁজা প্রেমিক যুগল
নাকি ওদের কাছে ফুল বিক্রি করতে আসা শিশুটির করুণ-চতুর চোখ?
স্বপ্ন আসলে কি?
হয়তো আমরা সবাই জানি, অথবা কেউ জানি না!
তবুও- স্বপ্ন একটি শব্দ-
আমাদের তাড়া করে ফেরে, আমরাও তাকে তাড়া করে ফিরি
জীবনভর.....