অদ্ভুত আঁধারে বন্দি আমাদের দিনগুলো
ফ্যাকাসে জোসনায় পানসে প্রতিটি রাত
আমাদের উৎসবে শুধু আদিখ্যেতার মেলা
আমাদের হৃদয় কুহরে তাই শুণ্যতাও বাজে না
বাজে শুধু আর্তনাদের কুলকুল রব
কানে হেডফোন চেপে শুনি ড্রামের আওয়াজ
হৃদয়ের রব কোথায় পড়েছে চাপা
আজকে শুধু শুণ্যতা খেলা করে
আমরা ব্যস্ত ঠুনকো খেলা ঘরে
জীবনের মাঠে শস্য আবাদ নাই
ভুল করে চষি সড়কের জমি তাই
চিন্তার নেই গোছানো আলমারি
এলোমেলো সব, তাই অযথাই
আহাজারি করে লিখে যাই যা তা...