বোকাবাক্সে দর্শক শুধু তুই
চলতে পথে হাজার হোচট খাস
কর্ণে তোর মন্ত্র বাজে শুধু
তুই পেছন ফিরে চাস।
পেছন তোকে বাধছে কেবল
রাখছে ধরে টেনে।
নিচ্ছিস তুই সকল কিছু মেনে।
সকাল বেলার অফিসে তুই
নিয়ম করেই যাস।
যন্ত্রণাটা দিচ্ছে রোজই জটে পরা বাস।
খিস্তি-খেউড় আউড়ে শুধুই পথ নোংরা করে
ঘরের ছেলে সুবোধ তুই রোজই ফিরিস ঘরে।
মাথার পোকা বালিসে গুজে
থাকিস পড়ে চোখটি বুজে
কেমন করে পারিস?
নিজের কাছে রোজই তুই কেমন করে হারিস?