মস্ত থালার মতোন চাঁদ-
ঝুলে আছে সুপারি গাছের মাথায়
একবার মনে হলো বাঁশের আড়াটা দিয়ে
একটু নেড়েচেড়ে ডানে বসিয়ে দি-ই
আর একটু সরলেই জোছনা গলে পড়বে-
বাতায়নে অনাবৃত মৃণাল হস্ত মেলে
বসে থাকা রুপসীর তালুতে।
করস্পর্শে জোছনা হবে আরো রুপালী,
সুপারির ঝকঝকে পাতায় পড়বে
সেই আলোর প্রতিফলন, মুহুর্তের ঝলকানিতে
সমস্ত পৃথিবী শিউরে উঠবে, আর
সেই জোছনায় হবে আমার জোৎস্নাস্নান।