পালকেরা ঝরে যায়
প্রতিদিন সন্ধ্যায়
ঘাসছাওয়া পৃথিবীর আঙিনায়।
ঝরে যায়, পড়ে থাকে
আকাশের স্মৃতি আকা থাকে
এলোমলো ঝড়া পালকে।
তারপর;
পদাঘাতে পিষ্ঠায়,
ঢেকে যায় বিষ্ঠায়,
সবশেষে ভেসে যায় বাতাসের ঝাপটায়।
পাখি তবু ওড়ে রোজ
ঘরে ফেরে সন্ধ্যায়
ঝেরে ফেলে , মুছে যায়
পুরনো আলোয় ঘর্মাক্ত ক্লান্ত, শ্রান্ত পালক।