মানুষ হতে গেলে কত পথ
পাড়ি দেব জানিনা।
অথচ আমি আদতেই মানুষ
হতে চাইনা!
এইতো বেশ ভালো আছি,গাছ হয়ে
বনে বনে স্থীর আছি।
পাখী হয়ে উড়ে উড়ে খড় কূটো
জড় করে বাসা বাঁধি!
স্রোত হয়ে নদী জলে ভেসে চলি।
জননীর করতলে রাতভোর
জেগে থাকি রূপকথা হয়ে।
মানুষ হবার কোন সাধ জাগে না;
প্রাচীন বটঝুরি হয়ে হাটতলা মোড়ে
শেকড় গাঁথি!
শেকড়ে শেকড়ে প্রানের স্পন্দন।
পাখীর ডানায় বাতাসের ব্যাকুলতা!
নদীর ছোঁয়ায় জীবনের ছন্দ আসে।
এইতো বেশ আছি;
চাইনা মানব শরীর,
ফুল পাখী জলে মিশে
অমানবী হতে চাই।।