বুড়ো হাড়ে ভেল্কি খেলিয়ে লাল গোলাপ
ফোটাতে পারি আমি;
কিন্তু তা তোমার পদ্ম হাতে তুলে দিব,
সে সাধ্য আমার কোথায়?
নদীতে আজ ভাটার টান,ভাঙনের শব্দ
এপাশ-ওপাশ!
তোমার কূলে চর জাগাবো,সেই ক্ষমতা
নেইকো আজ।
তুমি ঝকঝকে তলোয়ার হাতে মুখোমুখি
সমরে;
আমার ভোঁতা অস্ত্রে শুধুই মরীচার গন্ধ!
তবুও সমুখ সমরে নামি,নামি ভালোবাসা ভাগের
ভাগের অদ্ভুত জেদে!
ভাগ করা যায়না মন-যায়না পুরোটা
পাওয়াও।
তবুও এক অবুঝ ক্রোধে দখল ফলাতে চাই
তোমার মনে;
ভাগ বসাতে চাই তোমার অফুরন্ত ভালোবাসায়।
যে ভালোবাসা যত্ন করে রেখেছ তোমার
পারিজাত দলের জন্যে।
আমার দুশ্চারিণী হাত লোভীর মত হাত
বাড়ায়,সেই ভালোবাসায়।।