আমি বললাম মেঘ এনে দাও
তুমি এনে দিলে রোদ্দুর।
আমি চাইলাম একমুঠো আলো,
তুমি চলে গেলে বহুদুর!
আমি যদি চাই হাসি কোলাহল,
তুমি বলবে সব চুপ!
যদি আমি গাই সুখ সংগীত,
তুমি গাইবে বিরহ।
আমি আর তুমি,তুমি আর আমি
এক সুরে কেন গাইনা?
আমার সমুখে পেতে চাই শুধু,
তোমাকে কেন পাইনা?
না পাবার ব্যথা আমি যত পাই,
যতটুকু আসে কান্না;
তুমি কেন তাও হাসি মুখে থাক
যন্ত্রনা কেন পাওনা
ছুঁতে চাই হাত চকিত চমকে,
তুমি হাস শুধু বহুদুর থেকে
মন থেকে তবে কখনই তুমি
আমাকে কি কাছে চাও না?