ভাবতে ভালোবাসো?
আচ্ছা,কখনো ভেবেছ কি?
ওভারব্রীজের নীচে যে পাগলটা জৈষ্ঠের কাঠফাটা দুপুরে গায়ে কম্বল জড়িয়ে গনগনে আগুনে কয়লার গুঁড়ো পোড়াচ্ছে,
তার হাতদুটো ঠিক কতটা ঝলসে গেল?
ভাবোনি?
রেললাইনের পাশের ক্ষুধার রাজ্যের বেজন্মা কাগজকুড়ানি মেয়েটা, যে সবে কুঁড়ি থেকে ফুল হয়ে ফুটতে শুরু করেছিল, কাল রাতে ওর মুখে একটুকরো পাউরুটি ঠুসে দিয়ে আর চারটে বেজন্মা নেড়িকুত্তা ওকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে গেল,
কখনো ভেবেছ কি?
রক্তাক্ত কাপড়ে মূল্যহীন লজ্জা ঢাকতে ঢাকতে পাউরুটিটা ঠিক কতটা তৃপ্তির সঙ্গে খেল মেয়েটা?
ভাবোনি???
কি বললে?
প্রকৃতিপ্রেমিক?
আচ্ছা,কখনো ভেবেছ কি?
গভীর জঙ্গলের মাঝের ওই এঁদো ডোবার একপাশের ঝোপের নীচে যে ব্যাঙটা বসে থাকে,ঝড়জলের রাতে কড়কড়িয়ে বাজ পড়লে ব্যাঙটা ঠিক কতটা কেঁপে ওঠে?
ভাবোনি??????
কি ভাবো তাহলে??????
*********************************