ঠিক করেছি- তোমায় নিয়ে লিখবনা আর।
তোমায় নিয়ে লিখবনা আর ঠিক করেছি।
কলমের এই কমজোরিতে বেকুব বনে,
মনের কথার ঝঞ্ঝা তুফান থামলে বাঁচি।

কংসাবতীর কাশের দেশে দাঁড়িয়ে তুমি,
এই তো শরৎ, এই তো আকাশ নদীর ফ্রেমে।
গুন গুন গুন আগমনী ভাসিয়ে হাওয়ায়,
ভোরের বাতাস মাখছো গায়ে শারদ প্রেমে।

কাব্য আছে; অনেকখানি কাব্য আছে -
তসর আঁচল, লাল টিপ আর গলার হারে।
কাব্য আছে ঠোঁটের বাঁকে, আলগা চুলে,
ভোঁতা কলম কতটা তার ধরতে পারে?

মুহূর্তেরা রঙিন ছিল ভীষণরকম,
তরল স্ক্রিনে ছিটেফোঁটা দিচ্ছ তুলে।
দু‌ঁদে কোনো চিত্রকরের তুলির জাদু-
নানান রঙের সিম্ফনিতে দোদুল দুলে।

থমথমে এক শান্তি যেন বুকের মাঝে,
ঠিক কিরকম অনুভূতি বুঝি কি ছাই!
ঠুনকো প্রেমের শিশির তো নয়; অন্য কিছু।
যথার্থ সে বর্ণনাও হাতড়ে বেড়াই।

দেখছি যা তার একটুও কি লিখতে পারি?
আক্ষেপে তাই কেটেই গেল তিনটে প্রহর।
ভাবছি যা তার খুঁজে মরি কুল কিনারা,
বেড়েই চলে অস্থিরতা দুর্বিষহ।

কলমের এই কমজোরিতে বেকুব বনে,
মনের কথার ঝঞ্ঝা তুফান থামলে বাঁচি।
ঠিক করেছি- তোমায় নিয়ে লিখবনা আর,
তোমায় নিয়ে লিখবনা আর ঠিক করেছি।

****************************
রচনাকাল : ১৮ই সেপ্টেম্বর, ২০২০