কখনও জানতে চেয়েছ,
কতটা পাপ মাখি রোজ?
জানতে চেয়েছ,
কতটা আগুন নিয়ে বাঁচি?
বুঝতে চেয়েছ একবারও,
বুকের কতটা জুড়ে তুমি?
প্রয়োজন ছিলনা এসব জানার বা বোঝার, তাইনা?
তবে এই অভিমান কেন?
কেন এই অভিমান!
আমারও তো প্রয়োজন না থাকার কথা-
এসব জানার বা বোঝার।
তবুও জানতে হয়,
তবুও বুঝতে হয়,
অপেক্ষাতে থাকতে হয়
কিছু অলীক ইচ্ছের তাগিদে।
প্রয়োজন নেই জানি,
তবুও কখনও যদি হাত খোঁজো
আঙুল জড়িয়ে হাঁটবে বলে,
চলে এসো।
কখনও যদি বুক খোঁজো
মুখ গুঁজে কাঁদবে বলে,
চলে এসো।
********************************
রচনাকাল : ২৩শে ফেব্রুয়ারি, ২০২২