নিয়ন স্বপ্নে দিন গুজরান শেষ,
বিস্মৃতি-ধুলো স্মৃতির কোলাজ জুড়ে।
আঁকড়ে ধরার সম্বলটুকু কই?
পরিযায়ী প্রেম সেই কবে গেছে উড়ে!
দিগভ্রান্ত, চেনা পথের মাঝে,
গোলকধাঁধায় ঘুরপাক রোজ রোজ।
ভিখারি হৃদয়ও নির্বাক নিশ্চুপ,
এখনও মেলেনি গন্তব্যের খোঁজ।
কড়া নাড়ছে বৈরাগী বাতাস,
শিথিল মুঠো, উড়ুক যত ধুলো।
ডাক এলো কি? কিসের পূর্বাভাস?
তেপান্তরের খবর বুঝি এলো।
***********************