বেগনি রঙে একাধারেই রাই কানাই,
লুকিয়ে রাখে নীল নিজেকে ছদ্মবেশে।
আকাশী আজ ঘর ছেড়েছে লজ্জা নিয়ে,
বাবা মা তার মুখ দেখেনা; কলঙ্ক সে।

বুক চিতিয়ে প্রকাশ্যে আজ সবুজ এল,
ভরসা দেওয়ার হলদে প্রেমিক সঙ্গে নিয়ে।
সমাজ তবু কমলা-গায়ে থুথু ছেটায়,
লাল নদীতে প্রেম ডুবেছে সব হারিয়ে।

আদালতের আইন এল, বৈধ সবই,
হাসি ফুটেও মিলিয়ে গেল হঠাৎ করে।
সবাই জানে, ওসব আইন যতই আসুক,
সমাজ আজও রামধনু রং ঘেন্না করে।

*************************