আজকাল তো ভার্চুয়ালে সবাই কবি।
লিখছে কিসব হাবিজাবি,
কবি বলে দেয় পরিচয় এতই সাহস!
কার ঘাড়ে কি শব্দ চাপায় ওরাই জানে,
দাঁত ভেঙ্গে যায় উচ্চারণে,
অভিধানও হার মেনে বলে - "মাফ করো বস্" ।
অর্থ যতই মাথার ওপর বাউন্স খাবে,
লোকে ততই লুফে নেবে,
যেমন কবি তেমন পাঠক ঘোর কলি হায়!
অর্থহীন বাক্যজালের নেশায় মেতে,
ঠুকছে সেলাম রাত বিরেতে,
মুহুর্মুহু করতালি, কান পাতা দায়।
আবেগজালে সবার যদি মন না ছুঁলি,
মিথ্যে কেন ফাঁকা বুলি?
বৃথাই বাপু শব্দ খুঁজে ঘাম ঝরাস।
হৃদয়টাকে নিংড়ে নিয়ে ঢাল না খাতায়,
লেখ না বাপু সহজ কথায়,
বেচারা সব পাঠকদেরও মিটবে আশ।
*************************************