ভোররাতে ডাইনোসরের আর্ত চিৎকারে ঘুম ভাঙলো।
কোনো এক প্রাগৈতিহাসিক মড়াকান্না গলার কাছে ডলা পাকিয়ে উঠছে।
ফুসফুসে অক্সিজেনের বড্ড বেশী ঘাটতি।
হাঁপানী, শ্বাসকষ্ট....
জেগে উঠেছে কিম্ভুত ড্রাগনের দল।
বাতাসে সবুজ-পোড়ার বিশ্রী গন্ধ।
নোনাজলে উঠোন ডুবছে।
ডুববে জনপদ।
সাদর আমন্ত্রণে মৃত্যু এসে হাজির।
তাকে ফেরায় কার সাধ্যি!