সিঁথিমৌর, সিঁথিমৌর সিঁথির ওপর ফুল ফোটায়।
দুদিকে তার জাল বিছিয়ে ভ্রমর-কালো কেশের দল।
মনভুলানি মায়ায় মেতে ঢল নেমেছে, রূপের ঢল।
রূপ যমুনায় ডুব দিতে তাই ডাকছে বুঝি সেই মায়ায়।
চুমু এঁকে কপালদেশে সিঁথিমৌর ফুল ফোটায়।

ওই চাউনি, ওই চাউনি পদ্মাপারের রূপকথা।
বুক খাঁচাতে তীর ফোটালো মগজ ঘিলু সব গুলিয়ে।
দিব্যি আছে নির্বিকারে ঠাণ্ডা আগুন - হৃদ পুড়িয়ে।
হঠাৎ ডাকে ফিরে দেখা, হালকা হাসি, নীরবতা।
পাগল করা ওই চাউনি পদ্মাপারের রূপকথা।

ইন্দ্রজাল, ইন্দ্রজাল- আরাত্রিকার ইন্দ্রজাল।
কোমরে কি মেখলা ওটা? গলায় বুঝি চন্দ্রহার?
এলোই যদি এই অবেলায়, দুঃখবিলাস কেন আর!
রূপের আঘাত, এবার বুঝি মূর্ছা যাবো হায় কপাল!
দুখ্ ভাগিয়ে নিরুদ্দেশে আরাত্রিকার ইন্দ্রজাল।


********************************
রচনাকাল: ২৭শে ডিসেম্বর, ২০১৯