রাক্ষুসী রাত বুঝি হাসছে ফিচেল,
দুয়ো দিয়ে ডুবে যায় আধফালি চাঁদ।
ব্যথা পোষে বুড়োবুকে নিশাচর কবি,
বিনিদ্র কেটে গেল আরেকটা রাত।
রাত ফুরানোর শোকে মুছিয়ে আঁধার,
ভোর আসে যথারীতি রোজকার মত।
আঁধারের কুটিলতা ভুলে যেতে হয়,
দিনের প্রলেপে ঢেকে হৃদয়ের ক্ষত।
ক্ষত বাড়ে রোজ রোজ নিয়মমাফিক,
রঙীন জীবনটাও লাগে বেরঙীন।
বাঁচা, নাকি টিকে থাকা বোঝা মুশকিল,
রুটিনের ঘেরাটোপে নাজেহাল দিন।
দিনগুলো অসহায় যন্ত্রচালিত,
কেটে যায় রোজ রোজ দাঁতে দাঁত চেপে।
চাকা ঘুরে আবার সে রাত কড়া নাড়ে,
ঝুলি ভরা হাহুতাশ রাখে মেপে মেপে।
মেপে বাঁচা চেপে বাঁচা অনেক তো হল,
তবু কোনও আশা আছে আঁকড়ে ধরার?
শুরু হয়ে আজ যদি সবকিছু শেষ,
শেষ থেকে শুরু হোক নাহয় আবার।
**************************