ঠুনকো বাঁধন, মুঠোয় বালি,
বৃথাই ইচ্ছে আগলে রাখার।
হয়ত এসেছ যাবে বলেই,
ফরমান জারি একলা থাকার।।
মন-বাগিচায় যত্নে জমানো
আবেগ-লিখন যাক মুছে যাক।
বলব ভেবেও বলিনি যে কথা,
সে কথা নাহয় না বলাই থাক।।
ভরা বসন্তে চলে যাও যদি,
কৃষ্ণচূড়ার অভিমান মেখে,
আপাত প্রেমের সমাপ্তি সুরে
বিরহের তান রেখে যাবে এঁকে।।
অবেলায় শুরু, মধুমাসে শেষ,
মাঝের সময় ভুলবে বেবাক।
বলব ভেবেও বলিনি যে কথা,
সে কথা নাহয় না বলাই থাক।।
**********************