শ্রাবণধারায় সদ্যস্নাতা ঋতুর রানী শরৎ সাজে।
শিউলি-ভোরের দূর্বা-শিশির পা ধুয়ে দেয়।
স্বচ্ছ কুহেলী-রাত্রিবাসে রোদ ছুঁলেই শরীর জুড়ে যৌবন তার উথলে ওঠে।
বুকের ওপর মেঠো রোদের আঁচল টানে,
শরীর ঢাকে নানান ফুলের আভরণে-
ছাতিম-জারুল-দোলনচাঁপা-নয়নতারার অলঙ্কারে।
বেলীর মালা গলায় পরে শাপলা তুলে খোঁপায় গোঁজে।
জেদী হাওয়ায় খসলে ভূষণ আমন ক্ষেতে ঢেউ খেলে যায়।
নীলাম্বরী প্রেক্ষাপটে পেঁজা তুলো মেঘ হাতছানি দেয়।
কাশের ঝোপে ফিসফিসানি, লুকোচুরি।
হাসনুহানা হাসবে বলেই শরৎ আসে।
খুশীর জোয়ার বইবে বলেই শরৎ আসে।
*************************