পৌষালী তোর হলদে শাড়ি মন কেড়েছে,
আমায় কেন অমন চোখে আজ তাকালি?
পৌষালী তোর শিউলি-হাসি মন ছুঁয়েছে,
আমায় যেন হঠাৎ করে পাগলে দিলি।
পৌষালী তুই শিরায় শিরায় ঠান্ডা আগুন,
আমায় কেমন মিষ্টি করে পুড়িয়ে দিলি।
পৌষালী তুই পাগলী ভীষন আমি জানি,
চল্না এবার প্রেম প্রেম খেলা খেলি।
হয়তো হবে পার্কে বসে চুম্মাচাটি,
আমার বুকে লেপ্টে থেকে আদর খাবি।
আকাশ পাতাল স্বপ্ন দেখি তোকে নিয়ে,
পৌষালী তুই একদিন ঠিক আমার হবি।
পৌষালী তুই সত্যিই কি আমার হবি?