ব্যস্ত জীবন মাঝরাতে বালিশ আঁকড়ে ধরে শান্তি পায়।
এই নাহলে বাঁচার মত বাঁচা...!
পছন্দমত চাকরি, পছন্দমত ছোকরি... আরও কত কি...
তবুও, ঝড়ের মুখে বাঁশগাছের ডগার মত
একটা অস্থিরতা টের পাই মাঝে মাঝে।
কেন এরকম হয়?
কবিতার খাতাটা বোধহয় খাটের তলায় কোথাও পড়ে আছে,
কাজের মাসির ঝাড়ুর নাগালের বাইরে
তাই চোখে পড়েনা।
দেওয়ালের পাশ দিয়ে হাত নামিয়ে ঘুমের ঘোরে খোঁজার চেষ্টা করি,
কবিতার খাতার বদলে ওখান থেকে উঠে আসে প্রেমিকার ফেলে যাওয়া অন্তর্বাস।
বসের ধমকানিতে গুটিসুটি ঘুমিয়ে পড়ি।
সাউন্ড স্লিপ না হলে নাকি বেটার কনসেন্ট্রেশান হয়না।
থাক তাহলে বাবা, ওসব সস্তা সেন্টিমেন্টে লাভ নেই।
তার চেয়ে বরং একটা ঘুমের বড়ি খেয়ে নেওয়াটাই বেটার ।