তুমি আমায় কষ্ট দেবে?
অসম্ভব...
আমি এখন খুব আনন্দে আছি।
ভোরবেলা জানালা খুললেই শিউলির সুবাস পাই।
শিশির ভেজা ঘাসের ওপর থেকে একমুঠো শিউলি তুলে
বুক ভরে তার গন্ধ যখন নিই,
তখন তোমার দেওয়া কষ্টগুলো তুচ্ছ লাগে।
দুপুর রোদে উঠোন জুড়ে ঘুঘু চড়াই কাঠবেড়ালী।
কলাগাছের নরম কচি পাতায় রোদ যখন ডিগবাজি খায়
তখন তোমার দেওয়া কষ্টগুলো লজ্জা পায়।
শেষবিকেলে যখন নিভতে থাকা আলোর সাথে পাল্লা দিয়ে
সন্ধ্যামনির একটু একটু করে ফুটতে থাকার সাক্ষী থাকি,
তখন তোমার দেওয়া কষ্টগুলো লজ্জাবতী পাতার সাথে
নেতিয়ে পড়ে।
ঝোপেঝাড়ে জোনাক-জ্বেলে ঝিঁঝিঁমুখর রাত্রি নামে।
স্বপ্নলোকের হাতছানিতে যখন ঘুমোতে যাই,
তখন তোমার দেওয়া কষ্টগুলো আভোগীর তানে তানে পালিয়ে বাঁচে।
আমি এখন খুব আনন্দে আছি।
তোমার ছোঁড়া তিরগুলো তোমায় নাহয় বিঁধুক।
© Kanak Kanti Bera