।।৪০।।
এই বসন্ত, মাঘী-বুকে পাতা ঝরিয়েই ক্লান্ত।
ফুল ফোটানো কাজ যার, সে ফুল ফোটালেই পারত।
।।৪১।।
মন-জঙ্গলে যেই চেয়েছি একটুখানি আগুন,
দাবানলে সব পুড়ে ছারখার।
দগ্ধ বুকে যেই চেয়েছি একটু মিঠে হাওয়া,
ঘূর্ণিঝড়ে সব হল উজাড়।
।।৪২।।
ঘর নেই, তাই ভবঘুরে,
ব্যথা নেই, তাই পুড়ছি রোজ।
বেঁচে নেই, তাই স্রোতে ভাসি,
কেউ নেই, কেউ নেয়না খোঁজ।
*******************************