।।৪।।
বিরহবিধুর দুঃখবিলাসী আঁধারে প্রেম যে পথ হারায়।
যে গেছে সে তো আজও অধরা,
বৃথাই আবেগ আঁকড়ে ধরা,
স্মৃতি-মেহফিলে যত্নে জমানো ব্যথাগুলো বাঁচে কোন আশায়?
প্রাপ্তির সুখ অসহায় খুব, হারানোর শোক চোখ রাঙায়।

।।৫।।
দূরত্ব আজ এক-সমূদ্র,
আর্তনাদ হাওয়ায় মেশে,
ক্রনিক বিরহ পাথর-বুকে আঁচড় কাটে।
পরিণতি তাই একাকিত্ব,
সুপ্ত আবেগ সুপ্তই থাক,
হাহুতাশরা বাসি মুখে কুলুপ আঁটে।।

।।৬।।
মনদূষণের মরশুমে আজ খুঁজবো কোথায় সুখ!
ক্লান্তকাব্যে খবরদারি,
ভবিতব্যের ফরমান জারি,
বাঁচতে হবে বাঁচি যেমন আঁকড়ে ক্ষতবুক।


***********************************