।।৩৪।।
নাগাল মেলে না, তবুও নাছোড়,
মনের তো আর নেই দোষ!
এক-পা এগোলে হিসেবের ভুল,
দু-পা পিছিয়ে আফসোস।

।।৩৫।।
আড়ষ্ট জিভ অনভ্যাসে, বলতে গিয়েও থামতে হয়।
কিছুই তো নেই হারিয়ে ফেলার,
কি জানি তার কিসের ভয়!
এই যে বাঁধন অল্প কথার, এইটুকু তো সান্ত্বনা।
আগুন ছুঁলে বুক পুড়বেই,
মন কি সেটা জানতনা?

।।৩৬।।
এপারে আহত প্রাণ, সুখেও অসুখ,
সঞ্জীবনীর খোঁজ ওপার-ই রাখে।
একরোখা এপার যে পেতে আছে বুক,
ওপার তো চিরকাল অধরাই থাকে।

******************************