।।২৫।।
এ-রং সে-রং রং বাজি।
সংসারে রোজ সং সাজি।
টিকতে হলে শিখতেই হয়-
কান্না ঢাকার কারসাজি।
।।২৬।।
পর্দা টেনে কিসের আড়াল? চুপ থেকে বা লাভটা কি!
এপার ওপার - লক্ষ যোজন,
ব্যথায় ব্যথায় অনুরণন,
লুকিয়ে থাকার ছক কষে আর লুকিয়ে থাকা যায় নাকি!
দূরত্ব তো বেড়েই চলে, তাতে আবার নতুন কি!
।।২৭।।
বুক ভেঙেছে? গুঁড়িয়ে যাক।
স্বপ্ন ফেরার? চুলোয় যাক।
পুড়ছে কপাল, পুড়েই খাক!
অনিশ্চিতের হাতছানি।
তাই বলে গান গাইবোনা?
জ্যোৎস্না-রোদে নাইবোনা?
তোমার আবার চাইবোনা?
ওরোম পাষাণ নই জানি।
****************************