।।২২।।
তারপর? তারপর উবে যায় অস্থায়ী সুখ,
ফিকে রং ছাপ ছেড়ে যায় আনাচে কানাচে।
রাত-আস্কারা, ঘুরে ফিরে সেই ব্যথার নিমন্ত্রণ,
আগলে রাখার দুঃসাহসে মুমূর্ষু প্রাণ বাঁচে।

।।২৩।।
কেন বারবার ফিরে ফিরে যাও? সে ঘর তোমার নয়।
রাতে নিরালায় অস্থিরতায়,
সোহাগী স্মৃতির কবরখানায়,
জীবন ফুরোয়, বছর পেরোয়; তবুও বাঁচতে হয়।
পলকা আগল, খুলে ফেলা মানা; সে ঘর তোমার নয়।

।।২৪।।
দুদিনের বিচ্ছেদ; দুদিন তো নয়,
মনে হয় কেটে গেছে কত কত যুগ।
অযুত বছর শেষে আজ মনে হয়,
এইটাই প্রাপ্য, এই ব্যথাবুক।

*******************************