।।১৯।।
ভ্যাবাচ্যাকা প্রেমে-ভ্রমে, এই বুঝি এলো কেউ,
দোরখানা আঁটোসাঁটো একটুও নেই ফাঁক।
অবাধ্য আস্কারা, লাগামেও বেসামাল,
চিরচেনা আলস্য, বেলা বয়ে যায় যাক।।

।।২০।।
কিছু কথা বাকী থাকে সব বলা শেষেও,
কিছু কিছু ভালোলাগা থেকে যায় আড়ালে।
নাগালের মাঝে, তবু নাগাল তো মেলে না,
দূরত্ব বেড়ে যায় হাতখানা বাড়ালে।।

।।২১।।
তবুও তো কত সাধে,
কিছু পাখি বাসা বাঁধে,
তবুও তো আশা বাঁচে দিনশেষে নিরালায়।
কিছু চিঠি অলিখিত,
লিখে যদি ফেলা যেত,
হয়তোবা পৌঁছবে ঠিক ঠিক ঠিকানায়।।

*****************************