।।১৩।।
ম্যাদামারা ছ্যাঁদা কথা চারপাশে কিলবিল,
এই কানে এন্ট্রি, ওই কানে প্রস্থান।
লেফাফায় মুড়ে নিয়ে যাবতীয় জঞ্জাল,
ছুঁড়েছি আস্তাকুঁড়ে জুড়িয়েছে মনপ্রাণ।
।।১৪।।
ট্যারা ব্যাঁকা কথাগুলো ছ্যাঁকা আর দেয়না,
সবকিছু গা-সওয়া; প্রতিবাদও আসেনা,
এই বেশ ভালো আছি পিঠখান দেখিয়ে।
কি বুঝতে কি বুঝেছো, কিছু এসে যায়না।
।।১৫।।
অন্যায় হল? সবদিকে বুঝি হৈ হৈ রৈ রৈ?
আমার চোখে ঠুলি কানে তুলো,
লড়ে মরুক মেনী হুলো।
প্রয়োজন নেই জবাবদিহির, কৈফিয়তের সময় কৈ?
তেতো লাগে কথাগুলো? বদ আমি? তাই সই।
*******************************