।।১০।।
ক্লান্তি ভীষণ, শান্তি কোথায়? এমন কপাল!
ডুবসাঁতারে খুব অসহায় রিক্ত মনন।
সোৎসাহে তাই ওৎ পেতেছে পিশাচী রাত,
ধন্দ লেগে বন্ধ হবেকি স্বপ্ন-চয়ন!

।।১১।।
কাজের ভারে জীবন কাবার
সময় কোথায় কাব্যি করার
স্বপ্নখেকো রোজনামচায় জীবনের শোধবোধ।
ব্যস্ত দিনে কাজের ফাঁকে
হাতছানিতে হঠাৎ ডাকে
শাপলা বিলের জলে জলে হীরেকুচি রোদ।।

।।১২।।
আজ নাহয় পাতা ঝরার দিন,
আজ শুধুই শূন্য হয়ে যাওয়া।
কদিন পরে কোকিল ডাকার দিনে,
শরীর জুড়ে কিশলয়ের ছোঁয়া।।


****************************